খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
- Tanvir Hossain
- Aug 3, 2024
- 1 min read

**খুলনা ব্যুরো: পুলিশের সঙ্গে সংঘর্ষে কনস্টেবল নিহত, ৩০ জন আহত**
খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম সুমন ঘরামী। তিনি খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীদের হাতে সুমন ঘরামী মারাত্মক আহত হন। তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক জানান, এই সংঘর্ষে পুলিশ কনস্টেবলের মৃত্যু ছাড়াও প্রায় ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টার সংঘর্ষে নগরীর গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে পুলিশের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হন।
সংঘর্ষ চলাকালে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে।
Comments