top of page

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমার জন্য নায়িকা হতে দীপ্তি চৌধুরীকে প্রস্তাব, ফিরিয়ে দিলেন তিনি

দীপ্তি চৌধুরি

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একের পর এক ব্যবসাসফল সিনেমা মুক্তি পেয়ে আসছে। মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, জলি, পূজা চেরীসহ অনেকেই এই প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে রুপালি পর্দায় নিজেদের জায়গা করে নিয়েছেন। এবার সমসাময়িক ঘটনা নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছে জাজ মাল্টিমিডিয়া।


এই সিনেমার নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিল আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তবে দীপ্তি চৌধুরী নায়িকা হওয়ার প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয়ের আগ্রহ নেই তার।

দীপ্তি চৌধুরি। ফেসুবক থেকে নেওয়া

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এ প্রসঙ্গে বলেন, “আমরা সমসাময়িক ঘটনা নিয়ে একটি নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। এর গল্প ও চিত্রনাট্য প্রায় শেষ পর্যায়ে। এই সিনেমার জন্য আমরা নতুন মুখ খুঁজছি, এবং দীপ্তি চৌধুরীকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন।”

দীপ্তি চৌধুরি। ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি টেলিভিশন টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনার শীর্ষে উঠে আসেন দীপ্তি। সেখানে সাবেক এক বিচারপতির দুর্ব্যবহারের পরিস্থিতি ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দেওয়ার কারণে তিনি প্রশংসা কুড়িয়েছেন। দীপ্তি প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার পর, নতুন নায়িকার খোঁজে আছেন প্রযোজক আব্দুল আজিজ।

Kommentare


bottom of page