top of page

আওয়ামী লীগের তিন মেয়াদে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত



ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় এ নির্দেশনা দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে, সেগুলো স্থগিত করা হয়েছে।


এছাড়া, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে সব লাইসেন্সধারীকে তাদের অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, এসব অস্ত্র জমা না দেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ নির্দেশনার পর, জেলা ম্যাজিস্ট্রেটদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তারা 'দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮' এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Comments


bottom of page