সাবেক মানিক ভারতে পালানোর চেষ্টাকালে আটক ভিডিও সহ!
- Tanvir Hossain
- Aug 24, 2024
- 1 min read

ভারতে পালানোর চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক বিচারপতি মানিক ভারতে পালানোর চেষ্টা করছিলেন, এবং বিজিবি সদস্যরা তাকে সীমান্তে আটক করে।
এর আগে, সাবেক বিচারপতি মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী জিয়াউর হক মামলাটি করেন।
Comments