top of page

দুর্যোগ ঘিরে এমন ‘একতাবদ্ধ বাংলাদেশ’ আগে দেখেনি কেউ

দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা ট্রাক, পিকআপ, ও কভার্ড ভ্যানে নৌকা-স্পিডবোট নিয়ে বন্যাকবলিত এলাকায় যাচ্ছেন। তারা নিয়ে যাচ্ছেন শুকনো খাবার, জরুরি ওষুধ, নিরাপদ পানি, চাল-ডালসহ নানা ত্রাণসামগ্রী। এছাড়া, নগদ অর্থ সহায়তাও সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে বানভাসি মানুষের হাতে।


বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও এ উদ্যোগে শামিল হয়েছে। অনেক কর্মী তাদের একদিনের বেতন বন্যার্তদের ত্রাণ সহায়তায় দান করেছেন। দাতারা লাইন ধরে দান সংগ্রহস্থানে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। অনেকের মতে, এ দুর্যোগে এমন একতাবদ্ধ বাংলাদেশ এর আগে দেখা যায়নি।

ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে, আর কিছু এলাকায় কবর দেওয়ার জায়গারও সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে।


অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন ৫০০ টন ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে তারা ফেনীতে ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণসহ অন্যান্য ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে। প্রথম ধাপে ৫,০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে, প্রতিটি ব্যাগে ছিল ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ এবং ১ কেজি চিনি। দ্বিতীয় ধাপে আরও ৩৫,০০০ পরিবারের জন্য ৫০০ টন মালামাল কেনা হয়েছে, যা বিতরণ করা হবে।


এই একতাবদ্ধ প্রচেষ্টা দেশের সংকট মোকাবিলায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Comments


bottom of page