পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস
- Tanvir Hossain
- Aug 21, 2024
- 1 min read

বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (২১ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাতে ড. মুহাম্মদ ইউনূস এই বিষয়গুলো তুলে ধরেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ড. ইউনূসকে স্বাগত জানান এবং বাংলাদেশকে সহযোগিতা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানান। তিনি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
এছাড়াও, বুধবার ড. মুহাম্মদ ইউনূসের সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে, এবং জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তার সমর্থন অব্যাহত রাখবে।
תגובות