top of page

মাত্র ৫১ ডলার উপহারের জন্য ১২ বছরের জেল মার্কিন-রুশ নারীর



ইউক্রেনের একটি দাতব্য সংস্থাকে মাত্র ৫১ ডলার সহায়তা দেওয়ার অভিযোগে রুশ বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের একটি আদালত এই রায় দেন। খবর বিবিসির।


৩৩ বছর বয়সী কেসনিয়া ক্যারেলিনা, যিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন, পারিবারিক সফরের জন্য রাশিয়ায় গিয়েছিলেন। সফরকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে বিশ্বাঘাতকতার অভিযোগ আনা হয়।


রুদ্ধদ্বার শুনানি শেষে ক্যারেলিনাকে দোষী সাব্যস্ত করা হয়। ইয়েকাতেরিনবার্গের ইউরাল শহরের আদালত এই রায় দেয়। আদালতের পক্ষ থেকে বলা হয়, ক্যারেলিনা একটি দাতব্য সংস্থায় অর্থ প্রদান করে রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।


উল্লেখ্য, একই আদালত গত জুলাই মাসে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকেও দোষী সাব্যস্ত করেছিল। তবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে পরে তিনি মুক্তি পান। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রাশিয়ায় আটক হন তিনি।


ক্যারেলিনার গ্রেফতার ও রায় নিয়ে মার্কিন কর্তৃপক্ষ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনাকে বিচারিক প্রহসন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

Comments


bottom of page